1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হরিমোহনের মেধাবী ছাত্র সিয়াম আহমেদ বাঁচতে চায়, চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক হয়রানি মামলায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি’র ৩৭ নেতাকর্মী, চাঁপাইনবাবগঞ্জে বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজা কারাগারে চাঁপাইনবাবগঞ্জে গুম দুই ভাই, মামলা তুলে নিতে বাদীকে হুমকি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল  চাঁপাইনবাবগঞ্জে(৫৯) বিজিবির ভোলাহাট খড়কপুর বিওপি শুভউদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি’র দায়িত্বাধীন খড়কপুর ও সুরানপুর বিওপি’র উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত, দেবীনগর ইউনিয়নে গরুর মাংস দাম নিয়ে দুই গ্রুপের আহত ১২জন দোকানলুট বাড়ি ভাঙচুর, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের বিএনপি’র কর্তৃক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত,

জুমার নামাজ পড়তে গিয়ে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

চাঁপাইনবাবগঞ্জের মহাপুকুর এলাকায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে এক শিশু। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহাপুকুর গ্রামে এ নিহতের ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের রহমত আলীর ছেলে সিফাত আলী (০৪)।

 

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলো শিশু সিফাত। এসময় বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রাক্টর চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

নিহতের স্বজন আব্দুর রাকিব বলেন, বাসা থেকে বের হয়ে একা একায় মসজিদে নামাজে যাচ্ছিলো শিশু সিফাত। এর আগে তার মা তাকে রাস্তা পার করে মসজিদের পাড়ে করে দিয়ে বাসায় চলে যায়। ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাড়ির সামনে দিয়ে যাওয়া সকল ট্রাক্টর জব্দ করে। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পলশা উত্তরপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনোয়ার মাহমুদ জানান, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। দেহের উপর দিয়ে ট্রাক্টরের চাকা যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

 

ঘটনার পর স্থানীয় জনতা মাটিভর্তি ১২টি ট্রাক্টর আটক করে রাখে। এ ঘটনায় মামলা হচ্ছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। তিনি জানান, মামলা গ্রহণ শেষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট