রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পন্ন হয়েছে, মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ক্লাব মাঠে, নাচোল, গোমাস্তাপুর, ভোলাহাট, সাংবাদিক কল্যাণ তহবিল বানাম শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশের, মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এতে সাংবাদিক কল্যাণ তহবিলকে হারিয়ে শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ জয়লাভ করেন।
এর আগে টসে জিতে শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ শত বলের খেলায়, ১৬.১ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায়, দলের পক্ষে ওপেনিং করতে নামেন, কালের কন্ঠ ডিজিটালের ফরহাদ হোসেন,ও চ্যানেল এসের মিজানুর রহমান, দলীয় ৫৫ রানে প্রথম উইকেট মিজান ৩২ রানে আউট, আলা-আমিন ০ রানে আউট, একাত্তর টিভির একে এস রোকন আউট ১ রান করে, শহিদুল ইসলাম (রনি) আউট ৭ রানে এরপর মহি-মিজানকে নিয়ে রানের গতি সচল রাখেন তারা, ফরহাদ আউট দলীয়, আশি রানে, তিনি করেন, ৩৩ রান, এরপর ক্রিজে আছেন ভোরের চেতনার রিপন আলী, মহি-মিজান ও রিপন মারমুখী ব্যাট করেন তারা , মহি-মিজান ২৬ রানে আউট, এরপর ক্রিজে আসেন, চ্যানেল এ ওয়ানের সেতাউর রহমান, রিপন ৩৭ রান করে রান আউট হয়ে যান , বিজয় টিভির নাদিম হোসেন, ১ রানে আউট, এরপর যাওয়া আসার মধ্যে, শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ইনিংস।
জবাবে, সাংবাদিক কল্যাণ তহবিল, ব্যাটে নেমে ৯ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায়, এতে ৮৯ রানের বিশাল জয় পায় শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ।