শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে দেবীনগর ইউনিয়নে গরুর মাংস দাম নির্ধারণ নিয়ে হরমাগ্রামে বিএনপি সমর্থকদের দোকানলুট বাড়ি ভাঙচুর হয়েছে। রবিবার হুমায়ুন মেম্বার গ্রুপের মিঠুন ও ডাক্তার শফিকুল ইসলাম গ্রুপের মতিবুর একটি গরু মাংসের দাম নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে দুই গুরুপে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত দুই পক্ষের প্রায় ১২ জন গুরুতর আহত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। সেই জের ধরে ১লা এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা সময় হুমায়ুন গ্রুপ ডাক্তার শফিকুল ইসলাম গ্রুপের উপর আবারও অতর্কিত হামলা চালায় এবং ১০টি দোকান ও ৬ বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। দিনভর এলকায় উত্তেজনা সৃষ্টি হয়, দুই গ্রুপের মধ্য সমস্ত হরমাগ্রামের উত্তেজনা ও থমথমে পরিস্থিতিকে নিরসনের লক্ষ্যে সদর থানার অফিসার ইনচার্জ জনাব মতিউর রহমানসহ তিনটি পুলিশের পিকআপ ভ্যানে অন্তত ৩০ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত হন, দুই গ্রুপের পাঁচজন করে প্রতিনিধি নিয়ে সদর থানার অফিসার ইনচার্জ জনাব মতিউর রহমান ও ইসলামপুর তদন্ত কেন্দ্রের ইনচার জনাব শাহিনুর রহমান সমাধানের চেষ্টা করেন এবং পরবর্তীতে মীমাংসা করার জন্য প্রস্তাব দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানকে জানতে চাইলে তিনি বলেন এখন পযন্ত কোন পক্ষোই অভিযোগ করেনি, অভিযোগ আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।